মনিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। এর মধ্যে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হরিদাসকাটি ইউনিয়নের বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নিসার আলী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন। তবে এ সময় প্রার্থী নিজে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না।
তাঁর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন থানা বিএনপির সদস্য হারুন অর রশিদ। থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সদস্য রায়হান উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।