হোম > ছাপা সংস্করণ

অবৈধ দখলে সড়ক-ফুটপাত চলাচলে মানুষের ভোগান্তি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন রাস্তার ফুটপাত অবৈধ দখলে চলে গেছে। সংকীর্ণ হয়ে পড়েছে চলার পথ, লেগে থাকে যানজট। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা ইচ্ছেমতো দোকানের সামনের সড়ক নিজেদের দখলে নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি সড়ক দখল করে চলছে পরিবহনব্যবসাও। যা সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অভিযোগ রয়েছে, মাসিক মাসোয়ারার ভিত্তিতে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত বাসস্ট্যান্ড থাকলে শহরের যত্রতত্র বাস-ট্রাক থামিয়ে লোড আনলোড চলছে। এসব অনিয়মের কারণে শহরকেন্দ্রিক স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে যানজট লেগেই থাকে। এ ছাড়া ফুটপাত দখলে থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীরা।

পঞ্চগড় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, শহর যানজটমুক্ত রাখতে অবৈধ পার্কিং রোধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।

পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, ‘চিনিকল থেকে ব্যারিস্টার বাজার পর্যন্ত পৌর সীমানায় অবৈধ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট না সরালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘শেরে বাংলা পার্ক থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কে আইল্যান্ড স্থাপন করে একমুখী চলাচলের বিষয়ে প্রস্তাবনা রেখে সড়ক বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এটি বাস্তবায়ন করে শহর যানজটমুক্ত করা হবে। ইতিমধ্যে রাস্তার পাশের অবৈধ স্থাপনা সরাতে ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে।’

জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার বলেন, ‘মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা থাকাটা দৃষ্টিকটু। জরুরি ভিত্তিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ