বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মধুপুরে ডিজিটাল দিবস পালিত হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় মধুপুর উপজেলা প্রশাসন গতকাল রোববার এই দিবস উদ্যাপন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মধুপর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জেহাদ, সাবেক কমান্ডার হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ডিজিটাল দিবস উপলক্ষে ভার্চুয়ালে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদর্শন করা হয়।