সখীপুরে আবদুল লতিফ নামের এক কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার হামিদপুর এলাকা থেকে গতকাল রোববার বিকেলে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। লতিফ ওই এলাকার বাসিন্দা। তাঁর এক ছেলে ও এক মেয়ের রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, লতিফ (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় কবিরাজি করত। কিছুদিন আগে থেকে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। রোববার সকালের খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বেলা ১১টার দিকে একটি আম গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখা যায়। কয়েকজন তাঁর লাশ দেখে পুলিশে খবর দেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয়েছে। এ বিষয়ে পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় সুরতহাল তদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’