হোম > ছাপা সংস্করণ

বেগমগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামের এক ‍ভুয়া চিকিৎসকে আটক করেছে র‍্যাব। একাডেমিক সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধিত চিকিৎসক বা সার্জন না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে তিনি শিশু, মেডিসিন ও চক্ষু রোগী দেখতেন বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার সকালে আটক সাদ্দাম হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক সাদ্দাম হোসেন জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের চরবাগ্যা গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর কাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিবন্ধিত বা সার্জন না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি স্টেথোসকোপ, ১০টি চশমা, একটি ভিশন কার্ড, ভুয়া প্রেসক্রিপশন, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া চিকিৎসা প্যাড ও দুটি সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে গত বুধবার রাতে মামলা করে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ