কিশোরগঞ্জের ভৈরবের তুলাকান্দি গ্রামে আবদুল কুদ্দুস নামের এক বৃদ্ধের বিষপানে মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। স্বজনেরা বলেন, কুদ্দুস মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কুদ্দুসের স্ত্রী ফাইজুন্নাহার বলেন, সকালে ঘুম থেকে তিনি ওঠে চক বাজারে যান। বাজার থেকে ফিরে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং বলতে শুরু করেন, ‘আইজকা তিন বোতল বিষ খাইয়া ফেলাইছি। আমাকে বাঁচাও।’ এ কথা শুনে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার উপপরিদর্শক আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল কুদ্দুস মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।