রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর রহমানের সম্পত্তি এবং ব্যাংক হিসাব তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করতে দুদক চেয়ারম্যানের প্রতি নির্দেশনা নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দরবার শরিফের মুরিদদের দ্বারা গায়েবি মামলার শিকার ভুক্তভোগীরা এ রিট দায়ের করেছেন।
রিটকারীদের মধ্যে শিশু, মহিলা, মুক্তিযোদ্ধার সন্তান, মাদ্রাসার শিক্ষক ও ব্যবসায়ী রয়েছেন। তাঁদের প্রত্যেকে রাজারবাগ দরবার শরিফের পীর ও তাঁদের মুরিদদের হয়রানিমূলক মামলার শিকার।
মুরিদদের দিয়ে ৫৫ বছর বয়সী একরামুল আহসানের বিরুদ্ধে ৪৯টি মামলা করেন এই পীর। এর মধ্যে ধর্ষণ, মারধর, চুরি, মানব পাচারসহ নানা অভিযোগে ১৩টি জেলায় করা ২০টি মামলায় ১ হাজার ৪৬৫ দিন কারাভোগ করেন একরামুল আহসান।
জামিনে বেরিয়ে গত ৭ জুন মিথ্যা সাজিয়ে মামলা দায়ের করা ওই বাদীকে খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন একরামুল। পরবর্তী সময়ে একরামুল আহসান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় করা মামলার নেপথ্যে পীর ও তাঁর অনুসারীদের জড়িত থাকার তথ্য উঠে আসে সিআইডির তদন্ত প্রতিবেদনে। রিপোর্ট দেখে আদালতের বিস্ময় প্রকাশ করার পর গতকাল বৃহস্পতিবার রাজারবাগ দরবার শরিফের সম্পদের তথ্য চেয়ে নির্দেশনা চান রিটকারীরা।
রিট আবেদনে ২০ জনকে বিবাদী করা হয়েছে।