কিশোরগঞ্জের বাজিতপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার কৈলাগ ইউনিয়নের রাহেলা গ্রামের এমাদ উদ্দিন, মফিজ উদ্দিন ও শাহীন মিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মফিজ উদ্দিনের ঘরে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের পাঁচটি ঘরে লেগে ছড়িয়ে পড়ে।
বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল গনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পাঁচটি বসতঘর আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা হতে পারে।