হোম > ছাপা সংস্করণ

কাজলের অভিনয় ছাড়ার গুঞ্জন

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘লক্ষ্মী কালিয়ানাম’ দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু করেছিলেন। তামিল, তেলুগু ও বলিউড মিলিয়ে এ পর্যন্ত অভিনয় করেছেন ৫৫টি সিনেমায়। ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাভানাম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিল্লা’সহ অনেক জনপ্রিয় সিনেমার এই অভিনেত্রী এবার ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনই ইঙ্গিত দিয়েছে।

পিঙ্কভিলা জানিয়েছে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাজল। নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘ভগবৎ কেশরি’ ও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’—মুক্তিপ্রতীক্ষিত এ দুই সিনেমা আসার পরই আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রকে বিদায় জানাবেন কাজল। ছেলে নীলের জন্য অভিনেত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে পিঙ্কভিলার ওই খবরে জানানো হয়েছে।

২০২০ সালের ৩০ অক্টোবর গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। ২০২২ সালের ১৯ এপ্রিল তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান নীল কিচলু। এ বছর তাঁরা ধুমধাম করে ছেলের প্রথম জন্মদিন পালন করেছেন। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে ছেলেকে ঠিকমতো সময় দিতে পারছেন না কাজল। যে কারণে এ কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে তাঁকে। তবে এই বিরতি সাময়িক, নাকি একেবারেই অভিনয় ছাড়ছেন কাজল—এ বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি নিয়ে কাজল এখনও সরাসরি কিছু বলেননি। তবে তাঁর সাম্প্রতিক এক টুইটেও এমন ইঙ্গিত পাওয়া গেছে। বৃহস্পতিবার টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সব কমিটমেন্ট শেষ হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস।’ এ টুইট তাঁর অভিনয় ছাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে। ধারণা করা হচ্ছে, চুক্তিবদ্ধ হওয়া সিনেমাগুলোর কাজ এরই মধ্যে শেষ করেছেন কাজল। যেকোনো সময় আসতে পারে অভিনয় ছাড়ার ঘোষণা। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ