নীলফামারীর সৈয়দপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৫৮০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী। স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান সর্দার, আসাদুজ্জামান আশা, উপজেলা কৃষক লীগের সভাপতি পিকে সাইদুল ইসলাম, পৌর কৃষক লীগের সভাপতি মো. রাশেদুজ্জামান সরকার রোকন প্রমুখ।