হোম > ছাপা সংস্করণ

গণভোটের বাক্স মাথায় নিয়ে বরিশালে হানিফ

বরিশাল প্রতিনিধি

শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে পদযাত্রায় বের হওয়া মোহাম্মদ হানিফ ওরফে ‘হানিফ বাংলাদেশী’ (৪০) বরিশালে পৌঁছেছেন। গত সোমবার শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন ও কার্যকর গণতন্ত্র লেখা ব্যানার গলায় ঝুলিয়ে বরিশাল নগরীর আগরপুর রোডের পাশে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেছেন।

এ সময় হানিফের মাথায় ছিল প্রতীকী গণভোটের বাক্স। এতে লেখা নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন ও কার্যকর গণতন্ত্রের দাবিতে প্রতীকী গণভোটে আপনিও মতামত দিন। এ সময় বিভিন্ন মানুষের কাছ থেকে গণভোট সংগ্রহ করেন হানিফ।

শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে গত ২৪ অক্টোবর কক্সবাজারের টেকনাফ থেকে পদযাত্রা শুরু করেন মোহাম্মদ হানিফ ওরফে হানিফ বাংলাদেশি। তিনি ৬৪ জেলা থেকে গণভোট সংগ্রহ করে সবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা পৌঁছাবেন। একই দাবিতে তিনি সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন।

এই কর্মসূচি সম্পর্কে মোহাম্মদ হানিফ বলেন, ‘আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর। এ সময়ের মধ্যে যে দল যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, সে দলই কমবেশি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। জনগণ মৌলিক অধিকার ও নিজস্ব ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে।’

নোয়াখালীর জাহানাবাদ গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. হানিফ দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কয়েক বছর ধরে কর্মসূচি পালন করে আসছেন। সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে তিনি পদযাত্রা করেছেন। ‘জাগাও বিবেক, জাগ্রত করো মানবতা’ স্লোগান নিয়ে ঘুষ, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে ৫৬ হাজার বর্গমাইল প্রদক্ষিণ এবং ৬৪ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছাড়াও ঘুষ-দুর্নীতিবিরোধী প্রচারাভিযান চালিয়েছেন। এসব কর্মসূচি পালনের কারণে তিনি ‘হানিফ বাংলাদেশি’ নামেই বেশি পরিচিত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ