হোম > ছাপা সংস্করণ

রিকশার প্যাডেলে মমিনের পড়াশোনা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মমিন। প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়াই করে যাওয়া এক কিশোর। বাড়ি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিরাজ খাঁ পাড়ায়।

অর্থাভাবে একসময় পড়াশোনা বন্ধ হয়ে যায় মমিনের। তবে পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তির কাছে হারমানে দারিদ্র্য। আবারও সে ভর্তি হয় স্কুলে। অভাবের পরিবারে বাবার অকর্মণ্যতা ও সংসারে নিত্য টানাপোড়েনে লেখাপড়ার পাশাপাশি বাধ্য হয়েই ৪ সদস্যের সংসারের বোঝা নিজের কাঁধে নিয়েছে মমিন। রিকশা চালিয়ে সংসার চালানোর পাশাপাশি চালাচ্ছে নিজের ও ভাইয়ের লেখাপড়ার খরচ।

মমিনের সঙ্গে কথা হলে সে বলে, ‘আমার বাবা তেমন কোনো কাজ করেন না। মা আর ছোট ভাই আছে। আমি পরিবারের বড় ছেলে। বাবা ইনকাম না করায় বাধ্য হয়ে আমিই পরিবারের হাল ধরেছি।’ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মমিন বলে, ‘বেশি কিছু চাই না। কলেজ শেষ করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। ছোট ভাইটাকেও ভালো জায়গায় পড়াতে চাই। শেষমেশ পরিবার নিয়ে সুখে-শান্তিতে থাকতে চাই।’ সে আরও বলে, আমরা গরিব মানুষ। শুধু রিকশা চালিয়ে চার সদস্যের পরিবার চালিয়ে পড়ালেখার খরচ চালানো সম্ভব না। স্কুলের ড্রেস পর্যন্ত বানাতে পারিনি। প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাওয়া তো দূরের কথা। মাঝে মাঝে মনে হয় আর পারব না। কিন্তু আমি শেষ পর্যন্ত পড়ালেখা করতে চাই। তাই এলাকার বিত্তশালীরা যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে অনেক ভালো হতো।’

চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘মমিন অদম্য মেধাবী ছাত্র। সে দিনে রিকশা চালিয়ে রাতে পড়াশোনা করে। কিছুদিন আগে কয়েকশত শিক্ষার্থীদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে সপ্তম শ্রেণিতে উঠেছে সে। আর্থিকভাবে কেউ সহযোগিতা করলে মমিন আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ