মোংলার বসুন্ধরা গ্যাস কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। গত শনিবার রাতে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকেরা হলেন, মোংলার শেহালা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নরিল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেড়িখালীর মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার বিষয়ে বসুন্ধরা গ্যাস কোম্পানির কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে দগ্ধ শ্রমিকদের পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।