রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশে প্রথম ওয়াই ব্রিজ নির্মিত হবে পঞ্চগড়ে। জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীর ওপর এই ওয়াই আকৃতির সেতু নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।
গত শনিবার বিকেলে মাড়েয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় এ কথা জানান রেলপথ মন্ত্রী। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী বলেন, সেতুটি নির্মাণ হলে এই এলাকা পর্যটনস্থল হিসেবে গড়ে উঠবে। সেই সঙ্গে করতোয়া নদীর এপার ওপারের প্রায় ১০ লাখ মানুষের যাতায়াতের নতুন দুয়ার উন্মুক্ত হবে। এক কিলোমিটার দৈর্ঘ্য এই সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় দু শ কোটি টাকা।
প্রধান অতিথির বক্তব্যে সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে তখন একটি দল পুরোনো কাসুন্দি ঘাটছে। বিএনপি আন্দোলনে যেতে পারছে না কারণ জনগণ তাদের আন্দোলনে নামতে দিচ্ছে না। স্বাধীনতার শত্রুরা এখনো সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সূজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দিন, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
এর আগে মন্ত্রীদ্বয় পরিকল্পিত সেতুর নির্মাণ এলাকা করতোয়া নদীর আওলিয়া ঘাট পরিদর্শন করেন। এ সময় হাজার হাজার সাধারণ মানুষ সেতু নির্মাণের দাবি তুলে স্লোগান দেন।