ভূঞাপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মোছা. নার্গিস আক্তার শপথ নিয়েছেন। গতকাল রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি শপথ নেন। নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। নার্গিস প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিমের সহধর্মিণী ও মহিলা লীগের সভাপতি।
এর আগে ২৭ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগের চারজন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র কেনেন। ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী নার্গিস মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে অন্য পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেননি। ১১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শেষে নার্গিসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ১৮ অক্টোবর নার্গিসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন এ এইচ এম কামরুল ইসলাম।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কামরুল বলেন, একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার।
৩০ জুলাই উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ পদ শূন্য হয়।