বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। গতকাল ৯ মার্চ উৎসবের পঞ্চম দিন সকালে দেড় শতাধিক শিক্ষার্থী আসে চলচ্চিত্র দেখতে। শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয় উৎসব প্রাঙ্গণ। শিক্ষার্থীরা উপভোগ করে নানান স্বাদের দেশি-বিদেশি চলচ্চিত্র।
বেলা ১১টায় খুদে চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘মুক্তিযোদ্ধাদের সঙ্গে আড্ডা’। আড্ডায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান ও একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী বীর মুক্তিযোদ্ধা পাভেল রহমান।
করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের উৎসবে একটি ভেন্যুতেই ৩৮টি দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রতিদিন বেলা ১১টা ও ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হচ্ছে। উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।