বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম আব্দুল হাসিব (৪০)। তিনি বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর ছেলে। এ ঘটনায় আটজন ড্রেজার শ্রমিককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, কুশিয়ারা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মাছ শিকারের সময় ড্রেজার শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিবের।
একপর্যায়ে ড্রেজার শ্রমিকেরা ইট দিয়ে আঘাত করলে আব্দুল হাসিব পানিতে পড়ে যান। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে বিয়ানীবাজার থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, বিয়ানীবাজার থানার পরিদর্শক মেহেদী হাসান, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুর উদ্দিন ও কুড়ার বাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তুতিউর রহমান তোতা।
বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহত হাসিবের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় আটজন ড্রেজার শ্রমিককে আটক করা হয়েছে। এখনো থানায় কেউ এজাহার দায়ের করেনি।