হোম > ছাপা সংস্করণ

নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি

বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মৃতের নাম আব্দুল হাসিব (৪০)। তিনি বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর ছেলে। এ ঘটনায় আটজন ড্রেজার শ্রমিককে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কুশিয়ারা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মাছ শিকারের সময় ড্রেজার শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটি হয় জেলে আব্দুল হাসিবের।

একপর্যায়ে ড্রেজার শ্রমিকেরা ইট দিয়ে আঘাত করলে আব্দুল হাসিব পানিতে পড়ে যান। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে বিয়ানীবাজার থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, বিয়ানীবাজার থানার পরিদর্শক মেহেদী হাসান, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুর উদ্দিন ও কুড়ার বাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তুতিউর রহমান তোতা।

বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, নিহত হাসিবের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ঘটনায় আটজন ড্রেজার শ্রমিককে আটক করা হয়েছে। এখনো থানায় কেউ এজাহার দায়ের করেনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ