হোম > ছাপা সংস্করণ

হত্যা মামলার আসামির লাশ মিলল ঘেরে

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে প্রকাশ মল্লিক (৪৩) নামে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার কালিবাড়ি বকুলতলা সংলগ্ন ঘের থেকে নেহালপুর ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি একটি হত্যামামলার আসামি ছিলেন।

পুলিশ ও লাশের স্বজনদের ধারণা, দুদিন আগে কেউ ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছে।

নিহত প্রকাশ মল্লিক অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলের গাতী গ্রামের প্রহলাদ মল্লিকের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

গত বছরে মনিরামপুরের হাজিরহাট এলাকায় দিনের বেলায় প্রকাশ্যে রফিক নামে এক ইজিবাইক চালক খুন হন। সেই ঘটনায় মনিরামপুর থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন প্রকাশ মল্লিক।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ঘেরে এসে মালিক ওয়াদুদ শেখের স্ত্রী মেরিনা বেগম লাশ ভাসতে দেখেন। এর পর স্থানীয়রা নেহালপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন।

নিহতের ভাই অসিত মল্লিক বলেন, ‘আমার ভাই গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের একটি দোকানে চা খেয়ে নেহালপুরের কালিবাড়ির উদ্দেশে বের হন। দুই ঘণ্টা পর রাত ৯টা থেকে তাঁর মোবাইল বন্ধ পাই। ঘটনাটি পুলিশকে না জানিয়ে আমরা নিজেরা তাঁকে খুঁজতে থাকি। আজ (রোববার) দুপুরে তাঁর লাশের খবর পাই।’

অসিত মল্লিক বলেন, ‘আমার ভাইয়ের নামে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা ছিল। ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতার ছিল না।’

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আতিকুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে বাইরের এলাকা থেকে কেউ হত্যা করে লাশ ঘেরে ফেলে গেছেন। তাঁর ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ