সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানিকগঞ্জে চলছে মহির পীরের মেলা। ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই গ্রামে এ মেলা হচ্ছে।
করোনাভাইরাসের কারণে উপজেলা প্রশাসন মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। কিন্তু হাজারো ভক্ত ও দর্শনার্থী ওই সিদ্ধান্ত অমান্য করে মাজার প্রাঙ্গণে সমবেত হচ্ছেন। এ ক্ষেত্রে মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা যায়, প্রতিবছরের মতো মাজার প্রাঙ্গণে এবারও মানতকারীদের ভিড়। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি।
মেলায় অংশ নেওয়া একাধিক দোকানি জানান, তাঁরা টাকা দিয়ে দোকানের ভিটা ভাড়া নিয়েছেন। এখন মেলা বন্ধ করে দেওয়া হলে ক্ষতির সম্মুখীন হতে হবে।
মেলা উদ্যাপন কমিটির পরিচালক সাবেক ইউপি সদস্য মো. আব্দুল আলীম বলেন, ‘মেলার শৃঙ্খলা বজায় রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি।’
পীরের মেলার সভাপতি ও ইউপি সদস্য মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. বাবু বলেন, ‘ভক্তরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু গ্রামের মানুষ, বুঝতেই তো পারছেন।’
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, মেলা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধির বিষয়টি সবারই গুরুত্ব দেওয়া প্রয়োজন। খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।