ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন নগরীর কেওয়াটখালি এলাকায় যেতেই ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, পরিচয় শনাক্ত করতে জেলা পিবিআই পুলিশ নিহত নারীর আঙুলের ছাপ নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।