হোম > ছাপা সংস্করণ

মার্কেটিংয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্কেটিং বিষয়ে ডিগ্রি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মার্কেটিং বিষয়ে পড়াশোনা করলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশকে আরও ভালোভাবে তুলে ধরতে পারতাম।’

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডা. দীপু মনি এর আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘কথায় কথায় বিরোধী দল বলত দেশ বিক্রি করে দিয়েছি। তো কত টাকায় বিক্রি হলো? আমার একসময় মনে হলো, আসলে এটা তো গালি না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার কাজ ছিল আসলে সারা দুনিয়ার কাছে দেশটাকে বিক্রি করা। আমার দেশে কী আছে, আমার দেশ কেমন—সেটাকে সবচেয়ে ভালোভাবে বিশ্বের কাছে তুলে ধরা। তবে আমার যদি মার্কেটিং বিষয়ে একটা ডিগ্রি থাকত, তাহলে সে কাজটি আরও ভালোভাবে করতে পারতাম।’

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ