হোম > ছাপা সংস্করণ

স্ক্যাল্প ও মুখ দুটোই পরিষ্কার রাখতে হবে

প্রশ্ন:  আমার বয়স ২০ বছর। বেশির ভাগ সময় বাসায় থাকা হয়। আমার সমস্যা হচ্ছে, ত্বক তৈলাক্ত। অতিরিক্ত ব্রণ ওঠে। এ কারণে লজ্জাকর পরিস্থিতিতে পড়েছি অনেক বার। এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে? বা কী করলে ব্রণ উঠবে না? চেহারা পরিষ্কার, দাগমুক্ত রাখার কোনো উপায় আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উওর:  তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই স্ক্যাল্প আর মুখ দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।

প্রশ্ন: আমার ত্বকের রং শ্যামবর্ণ। আমাকে কোন রঙের লিপস্টিক মানাবে? আমার ত্বক অনেক বেশি শুষ্ক। ঠোঁটে মরা চামড়া উঠে থাকে সব সময়। সে ক্ষেত্রে লিপস্টিক কেনার সময় কোন ধরনের লিপস্টিক কেনা উচিত?
রিপা হায়দার, ময়মনসিংহ

উওর: মানিয়ে নিতে পারলে সব ধরনের লিপ কালারই ব্যবহার করতে পারবেন। তবে ম্যাট লিপস্টিক বাদ দেওয়াই ভালো। লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। আইসিং সুগার দিয়ে মাঝে মাঝে ঠোঁট স্ক্র্যাব করতে পারেন।

প্রশ্ন:হিজাব পরি বলে গরমে মাথার ত্বক প্রচুর ঘামে। রোজ বাইরে যাই বলে চুলও রোজই শ্যাম্পু করি। কিন্তু তারপরও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করতে পারি?
মার্জিয়া সুলতানা, ঢাকা     

উওর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর শুকিয়ে ব্রাশ করে ধোয়া পরিষ্কার হিজাব পরুন। হিজাব খোলার পর অবশ্যই কুল ড্রায়ার দিয়ে চুল ভালোভাবে শুকিয়ে নেবেন।

পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট শোভন মেকওভার

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ