কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামীকাল মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে। এ জন্য শিক্ষার্থীদের পরিবহনে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার এই সূচি প্রকাশ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রাণ। তাঁদের সুবিধার্থে পর্যাপ্ত বাস দেওয়া হয়েছে।’
জাহিদুল আলম আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের পাশাপাশি আরও ১০টি বিআরটিসির ভাড়া বাস চলবে। চাহিদা বেশি থাকলে বিআরটিসির দুই তলা বাসও এই রুটে চলতে পারবে কি না তা বিবেচনা করা হবে।’