সাতক্ষীরার দেবহাটায় গতকাল বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে সকাল সাড়ে ১০টায় দেবহাটা থানা হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ। তিনি জানান, দেবহাটা উপজেলার ২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে হবে। প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারী ও পুরুষদের জন্য পৃথক প্রবেশপথ ও বসার স্থান নির্ধারণ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে প্রতিবার আজান ও নামাজের সময় মন্ডপের উচ্চ শব্দপূর্ন মাইক বন্ধ রাখতে হবে।
একই সাথে কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। সভাপতির বক্তব্যে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপ গুলোর বাড়তি নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন ।