তারাকান্দায় বাঁশ কাটার ঘটনাকে কেন্দ্র করে ভাইদের মধ্যে বিবাদের জের ধরে ভাবিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দেবরদের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার দুপুর উপজেলার বাহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
জাহানারা খাতুন (৪৫) উপজেলার বাহেলা গ্রামের মো. ইদ্রিছ আলীর স্ত্রী। এ ঘটনায় ইদ্রিছ আলীসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাহেলা গ্রামের বাড়ির জায়গা নিয়ে নিহতের স্বামী ইদ্রিছ আলীর সঙ্গে সহোদর সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানের দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত সোমবার ইদ্রিছ আলী বিরোধপূর্ণ ওই জমিতে বাঁশ কাটতে গেলে ভাই সিদ্দিক মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ইদ্রিছ আলীকে হত্যার হুমকি দেন তাঁর ভাইয়েরা।
গতকাল মঙ্গলবার দুপুরে ইদ্রিছ আলী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে আসেন। এ সময় তাঁর ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানসহ কয়েক জন জন ইদ্রিছ আলীর ঘরে ঢুকে তাঁকে মেরে আহত করেন। এ সময় ইদ্রিছের স্ত্রী জাহানারা বেগম স্বামীকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহত স্বামী-স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জাহানারা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ফোন করেও পাওয়া যায়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।