মানিকগঞ্জ প্রতিনিধি
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মানিকগঞ্জে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী প্রমুখ।