হোম > ছাপা সংস্করণ

চুরি যাওয়া গরু ফিরে পেয়ে খুশি গনজের

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে চুরি হওয়া হালের বলদ ফিরে পেয়ে হাসি ফুটেছে গনজের আলী ও তার স্ত্রীর মুখে। গত মাসে তাঁদের সাতটি গরু চুরি হয়ে যায়। আয়ের একমাত্র উৎস গরু গুলি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তাঁরা। কালীগঞ্জ থানায় মামলা করলে চুরি যাওয়া সেই গরু উদ্ধার করে তাঁদের হাতে হস্তান্তর করেছে থানা-পুলিশ।

রোববার রাতে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছোট বড় ১৫ গরু উদ্ধার করে পুলিশ।

গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, ১২ অক্টোবর কালীগঞ্জের ফয়লা গ্রামের গনজের আলীর ৭ ও ১৯ অক্টোবর দিনগত রাতে ঝিনাইদহ সদর থানার হামদল ঘোষপাড়া এলাকা থেকে মৃত তাজুল গাজীর ছেলে জালাল গাজীর ৬ গরু চুরি হয়। ঘটনার পর কালীগঞ্জ ও সদর থানায় পৃথক দুটি চুরির মামলা হয়। এরপর অভিযানে নামে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের কচুয়া থানার উজ্জ্বল কাজী (৩৫), একই জেলার ফকিরহাট উপজেলার শেখ ওহাব (৫০), চিতলমারী উপজেলার সুজন খান ওরফে মিলন (৪২), ফকিরহাট উপজেলার আল আমিন কাজী (২৯), খুলনার ডুমুরিয়া উপজেলার সেকেন্দার আলী ফকির (৪৫), একই উপজেলার রুবেল গাজী (৩৫) ও বটিয়াঘাটা উপজেলার ছেলে জিয়া শেখ (৪২)।

সংবাদ সম্মেলনের সময় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ