জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবন্ধীসহ দুই শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে গত শুক্রবার সকালে মরাধরের এই ঘটনা ঘটে। গত শনিবার রাতে এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছেন শিশু দুটির মা।
অভিযোগ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের গোলাম রব্বানী ও তার ভাই আব্দুল আওয়ালের মধ্যে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার সকালে গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম অসুস্থ মাকে দেখতে বাপের বাড়িতে যান। এ সুযোগে তার দেবর আওয়াল ও তার স্ত্রী বিথী বেগম বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গোলাম রব্বানীর মেয়ে সাদিয়া আক্তার এর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচা আব্দুল আওয়াল ও তার স্ত্রী।
একপর্যায়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিলে সাদিয়া ও তার বুদ্ধি প্রতিবন্ধী বোন ছুয়াকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করেন। পরে তারা দুই বোনের মাথার চুল ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে। এ ঘটনায় গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম বাদী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, বাড়িঘরে হামলা ভাঙচুর ও দুইজনকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।