হোম > ছাপা সংস্করণ

দুই শিশুকে মারধরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবন্ধীসহ দুই শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে গত শুক্রবার সকালে মরাধরের এই ঘটনা ঘটে। গত শনিবার রাতে এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিয়েছেন শিশু দুটির মা।

অভিযোগ সূত্রে জানা যায়, পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের গোলাম রব্বানী ও তার ভাই আব্দুল আওয়ালের মধ্যে বসত বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত শুক্রবার সকালে গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম অসুস্থ মাকে দেখতে বাপের বাড়িতে যান। এ সুযোগে তার দেবর আওয়াল ও তার স্ত্রী বিথী বেগম বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গোলাম রব্বানীর মেয়ে সাদিয়া আক্তার এর প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচা আব্দুল আওয়াল ও তার স্ত্রী।

একপর্যায়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিলে সাদিয়া ও তার বুদ্ধি প্রতিবন্ধী বোন ছুয়াকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করেন। পরে তারা দুই বোনের মাথার চুল ধরে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে। এ ঘটনায় গোলাম রব্বানীর স্ত্রী জেসমিন বেগম বাদী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, বাড়িঘরে হামলা ভাঙচুর ও দুইজনকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ