বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘ ১৯ বছরের বিরতির পর রুপালি পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপি করিম। সিনেমায় অপির চরিত্রের নাম সোমা। স্বামী ও একমাত্র সন্তান নিয়ে তার সংসার। স্বামী বেকার, তাই সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেয় সোমা। এতে অপির স্বামীর চরিত্রে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, পশ্চিমবঙ্গের পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু প্রমুখ। সিনেমার শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়। প্রযোজনা করেছে বাংলাদেশের ভিউজ অ্যান্ড ভিশনস এবং ভারতের ফ্লিপবুক।
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া ‘মায়ার জঞ্জাল’ ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। মায়ার জঞ্জাল মুক্তি পাচ্ছে ১৬টি প্রেক্ষাগৃহে।