মেঘনা প্রতিনিধি
মেঘনার রামপুর বাজারে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি শাহ আলমের বাড়ি থেকে ২১টি টেঁটা উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে এসব উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
গত শুক্রবার রামপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম গ্রুপ ও রফিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত ইউপি সদস্য মো. জামান বাদী হয়ে গত শনিবার শাহ আলমসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা দায়ের করেন।