ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ালেখার লালিত স্বপ্ন তছনছ হয়ে গেলে তিথী রয় নামের এক শিক্ষার্থীর। গতকাল শনিবার যানজটের কারণে মাত্র ২৫ মিনিট বিলম্ব করায় নিয়মের দোহাই দিয়ে ওই ছাত্রীকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি কর্তৃপক্ষ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে মানবিকতার হাত কেউ বাড়িয়ে না দেওয়ায় শিক্ষার্থী তিথী রাগে ও ক্ষোভে প্রবেশপত্র ছিঁড়ে ফেলে মাকে নিয়ে পরীক্ষা কেন্দ্র বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস ত্যাগ করেন। শিক্ষার্থী তিথী রয় গোপালগঞ্জ জেলার বিরেন্দ্র নাথ রয়ের মেয়ে।
জানা গেছে, ববি কেন্দ্রে শনিবার বেলা ১১টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে সকাল থেকে তীব্র যানজটের কারণে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। এমন একজন ভুক্তভোগী ভর্তি–ইচ্ছুক তিথি রয় কেন্দ্রের গেটে এসে পৌঁছায় ১১টা ২৫ মিনিটে। কিন্তু পরীক্ষা শুরুর পর আসায় তাঁকে কেন্দ্রে ঢুকতে দেয়নি সেখানে দায়িত্বরতরা।
পরীক্ষার্থী তিথীর মা গীতা রয় জানান, করোনায় দিন-রাত পড়াশোনায় ব্যস্ত থেকেছে তাঁর মেয়ে। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার। বরিশালে থাকার ব্যবস্থা নেই। এ কারণে শনিবার খুব সকালে গোপালগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন তাঁরা। কিন্তু নগরীর চৌমাথা ও সাগরদী এলাকায় দুই দফায় যানজটে আটকে পড়ায় পরীক্ষা শুরুর কিছু সময় পর তাঁরা কেন্দ্রের সামনে পৌঁছান। পরীক্ষায় অংশ নিতে পারলে বিলম্বে হলেও চেষ্টা করতে পারত তাঁর মেয়ে তিথী।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘খ ইউনিটের পরীক্ষা শুরু হয় শনিবার সকাল ১১টায়। পরীক্ষার্থী তিথী রয় কেন্দ্রে পৌঁছান ১১টা ২৫ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর পর আর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে অবস্থান করা ঢাবির টিমও ওই ছাত্রীকে ভেতরে প্রবেশের সুযোগ দিতে চাননি।’