যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন নামে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বসতপুর গ্রাম থেকে মাদকসহ ওই ইজিবাইক চালককে আটক করে। আটক ইজিবাইক চালক শার্শার রাজপুর গ্রামের বাসিন্দা।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, গোপন খবর আসে এক ইজিবাইক চালক সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে শহরের দিকে যাচ্ছে।
এমন খবর পেয়ে পরে অভিযান চালিয়ে ওই ইজিবাইক চালককে ধরা হয়। পরে তাঁর ইজিবাইক তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।