সাইকেল ও পোশাক দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা পশ্চিম ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক ও মুলগ্রাম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম।
সাইকেল পেয়ে খুশি হয়েছেন গ্রাম পুলিশেরা। তাঁরা প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
কুটি ইউনিয়নের গ্রাম পুলিশ অলি মিয়া (৬০) বলেন, এই বয়সে পায়ে হেঁটে কাজ করতে কষ্ট হয়। সাইকেল পাওয়ায় এখন কাজে সময়ও কম লাগবে এবং দ্রুত যে কোনো কাজ করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পুলিশের মধ্যে সাইকেল ও নতুন পোশাক দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে গ্রাম পুলিশেরা যেন দ্রুত সেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে তাঁরা কাজে আরও মনোযোগী হবেন।’