ল্যাব থেকে নয়; বরং পশুপাখির বাজার থেকেই করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে। তা ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম ব্যক্তি পুরুষ নন, একজন নারী বিক্রেতা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, চীনের উহান প্রদেশের হুয়ানান বাজারে ২০১৯ সালের ১১ ডিসেম্বর এক নারী বিক্রেতার মধ্যে প্রথম করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। ইতিপূর্বে ৮ ডিসেম্বর একজন পুরুষ বিক্রেতার মধ্যে প্রথম লক্ষণ দেখা পাওয়ার যে দাবি করা হয়েছিল তা সম্ভবত ভুল। বাজারটির পশ্চিমাংশের ‘র্যাকুন কুকুরের’ খাঁচা থেকে ‘সার্স-কভ-২’ বা করোনাভাইরাসের সূত্রপাত্র হওয়ার সম্ভাবনা বেশি।
ইতিপূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীনা বিজ্ঞানীদের একটি দল উহান শহরে চার সপ্তাহ অবস্থান করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণা করে। চলতি বছরের মার্চে তাদের প্রকাশিত প্রতিবেদন করোনাভাইরাস ল্যাব থেকে ছড়ানোর সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হয়; বরং পশুপাখির বাজার থেকে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে বলে মত দেওয়া হয়। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও গবেষণার দরকার আছে বলে জানায় ডব্লিউএইচও।
এরপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে ল্যাব থেকে করোনা ছড়িয়ে থাকতে পারে বলে মত দেওয়া হয়, যা নিয়ে উভয় দেশের সম্পর্ক আরও খারাপ হয়। এ পর্যায়ে স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে রাজনীতি হচ্ছে বলে সমালোচনা করেন ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস। গত মাসে করোনার উৎপত্তি নিয়ে গবেষণা করতে নতুন একটি বিশেষজ্ঞ দল প্রস্তাব করেছে সংস্থাটি।