পাথরঘাটা পৌরশহরের নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯১ সালে। সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিকতা ও সৌন্দর্যের ছোঁয়া পেলেও এ শিক্ষাপ্রতিষ্ঠানটির কোনো ধরনের পরিবর্তন হয়নি।
স্কুলটি ঘুরে দেখা যায়, ছোট ছোট ক্লাসরুমে পুরোনো ও জোড়াতালি দেওয়া কতগুলো বেঞ্চ। কিছু সাজানো আর কিছু ক্লাসরুমেই জড়সড় করে রাখা। ছোট ছোট শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠটিও পানিতে ডুবে আছে। এ কারণে অ্যাসেম্বলিসহ খেলাধুলা বন্ধ রয়েছে তাদের।
সহকারী শিক্ষক ফিরোজা আক্তার বলেন, ‘করোনার আগে ২ শিফটে ক্লাস নিতাম। তাতেও গাদাগাদি হতো।’
প্রধান শিক্ষক হুমায়ূন কবির জানান, একদিকে ক্লাস সংকট, অপরদিকে অবকাঠামো ঘাটতি। স্কুলে স্টোর রুম না থাকায় অতিরিক্ত ও অকেজো মালামাল ক্লাসরুম ও লাইব্রেরিতে রাখা হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম বলেন, ‘অতি শিগগির নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।