বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে ৫ জানুয়ারি। সেখানে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাহিদ সুলতানার মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল বেলা ১টায় সান্তাহার পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
ইউনিয়নবাসীর পক্ষে সম্মেলনে লিখিত বক্তব্য দেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এরশাদুল হক টুলু। তিনি বলেন, নাহিদ সুলতানা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে তাঁর নাম নেই এবং তিনি কখনো আওয়ামী লীগ করেন নাই।
বক্তব্যে তিনি আরও বলেন, ২০১৬ সালের ইউপি নির্বাচনেও নাহিদ আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করেন এবং বিএনপি দলীয় প্রার্থী মোজাহার হোসেনের পক্ষে প্রচারে অংশ নেন। আওয়ামী লীগ এবার তাঁকে এই ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে নাহিদ সুলতানার মনোনয়ন বাতিল করে প্রকৃত আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।