হোম > ছাপা সংস্করণ

ফল ও সবজি ধোয়ায় যে পাঁচ ভুল নয়

অনন্যা দাস

ফলমূল বা শাকসবজি পরিষ্কার করার ক্ষেত্রে আমরা প্রায়ই কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো এড়িয়ে চললে ফলমূল বা সবজির পুষ্টিগুণ ভালো রাখাসহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায়।

সাবান বা অন্যান্য রাসায়নিকে ধোয়া
বিশেষজ্ঞরা বলছেন, কাঁচাবাজারের পণ্য ধোয়ার জন্য সাবান বা অন্য কোনো রাসায়নিক ব্যবহার করা একেবারেই উচিত নয়। তার বদলে বরং পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানির প্রবাহের নিচে ফল ও শাকসবজি ধুয়ে ফেলুন এবং সেগুলো একটি পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে মুছে নিন।

কিনে এনেই ধুয়ে ফেলা
ফল ও শাকসবজি কিনে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলাটা আপাতদৃষ্টিতে একটি স্মার্ট অভ্যাস বলে মনে হতে পারে। তবে এর ফলে আপনার পণ্যগুলো স্যাঁতসেঁতে হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়িয়ে এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ায়। সুতরাং প্রয়োজন না হওয়া পর্যন্ত ফলমূল ও সবজি ধোয়ার অপেক্ষা করাই ভালো।

খোসাযুক্ত ফল না ধোয়া
একটি ফল বা সবজির খোসা তার ভেতরের অংশকে সবকিছু থেকে রক্ষা করে। তাই আপনি ভাবতেই পারেন যে ফল বা সবজির ভেতরের অংশ সম্পূর্ণ নিরাপদ। একে আর আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যখন ফল বা শাকসবজি কাটবেন, তখন খোসা বা ত্বকের জীবাণু ভেতরে প্রবেশ করতে পারে। তাই খোসাযুক্ত ফল বা সবজি কাটার সময় ভালোমতো ধুয়ে নিতে ভুলবেন না।

হাত ধুতে ভুলে যাওয়া
এই ভুলটা আমরা প্রায়ই করে থাকি। তবে কখনোই আগে হাত না ধুয়ে ফল বা সবজি ধুতে যাওয়া উচিত নয়।

প্রি-ওয়াশড ফল ও সবজি পুনরায় ধোয়া
আজকাল সুপারমার্কেটে কিছু প্রি-ওয়াশড বা আগে থেকেই ধুয়ে রাখা ফল ও সবজি প্যাকেটজাত করে বিক্রি করা হয়। এ ধরনের পণ্য বাড়িতে এনে আরেকবার ধুয়ে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু তার কোনো প্রয়োজন নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ