হলিউডেই এখন নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর পর সম্প্রতি ভারত ঘুরে গেলেন। এতদিন পর দেশে এসে এক সাক্ষাৎকারে অভিনেত্রী যা বললেন, তা হয়তো অন্য অভিনয়শিল্পীদের গোসার কারণ হতে পারে। প্রিয়াঙ্কা বলেছেন, অভিনয়শিল্পীদের নিয়ে মাতামাতি করার কিছুই নেই আসলে।
দীর্ঘসময় পর ভারতে ফিরে প্রিয়াঙ্কা দেখেছেন, তাঁকে ঘিরে মানুষের কী পরিমাণ কৌতূহল। সেখানেই আপত্তি প্রিয়াঙ্কার। তিনি চান, সবাই তাঁকে সাধারণ মানুষ ভাবুক, দেবতা বা তারকা নয়। প্রিয়াঙ্কা বলেন, ‘অভিনয়শিল্পীদের নিয়ে আমরা অনেক বেশি মাতামাতি করি। আসল কাজটা কিন্তু করে অন্যরা। আমরা শুধু নির্দেশ মেনে চলি। কারও লিখে দেওয়া সংলাপ বলি, যে গানটা আমাদের মুখে শোনা যায়, সেটা অন্য কেউ গেয়ে দেন। আমাদের কাজ ৩০ সেকেন্ডের একটা দৃশ্যের মধ্যেই শেষ হয়ে যায়। আসলে তেমন কিছু না করেই সব কৃতিত্ব আমরা অভিনয়শিল্পীরা পেয়ে যাই।’