হোম > ছাপা সংস্করণ

এহসান গ্রুপের হাফিজুরের জামিন শুনানি আজ

পিরোজপুর প্রতিনিধি

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় পিরোজপুরের এহসান গ্রুপের সদস্য কুয়াকাটা হুজুর নামে পরিচিত হাফিজুর রহমানের জামিন শুনানি আজ। উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে ১৯ জুলাই পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন শুনানির দিন ধার্য করেন ২৪ জুলাই।

এদিকে এহসান গ্রুপের কয়েকটি মামলার আসামি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের জামিন শুনানি নিয়ে এহসান গ্রুপের ফিল্ড কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক গ্রাহকই বলছেন, প্রায় প্রতিবছরই হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর এহসান গ্রুপের বার্ষিক মাহফিলে এসে গ্রাহক ও সাধারণ জনসাধারণকে এহসান গ্রুপে টাকা রাখার বিষয়ে উৎসাহিত করতেন। ধর্মীয় অনুভূতির কারণে হাজার হাজার গ্রাহক তাঁদের আমানতের টাকা সুদমুক্ত মুনাফা পেতে এহসান গ্রুপের কাছে রাখতেন। তাই হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে সরাসরি এহসান গ্রুপের সঙ্গে যুক্ত থেকে প্রতারণার অভিযোগ করেছেন গ্রাহকেরা।

ভুক্তভোগী গ্রাহক নিজাম উদ্দিন বলেন, ‘আমি ও আমার পরিবারের সবাই মিলে প্রায় কোটি টাকা জমা রাখি এহসান গ্রুপের কাছে। কিন্তু এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তাঁর ভাইয়েরা আমাদের সঙ্গে প্রতারণা করে গ্রাহকদের টাকা হাতিয়ে নেয়। এর সঙ্গে সরাসরি জড়িত ছিল হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর। তাঁর বক্তব্যে সবাই উৎসাহ পান। আমরা তাঁর জামিন আদেশ প্রত্যাহার চাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ