হোম > ছাপা সংস্করণ

পাউবোর জমি দখল করে ইটভাটা নির্মাণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। তাই দ্রুত সময়ের মধ্যে ইটভাটা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, ইসলামী ব্যাংক বরিশাল শাখার আইসিটি প্রকৌশলী মো. রকিবুল হাসান চৌধুরী রাজু ২০২০ সালে আমতলী পৌরসভার ৪৩ / ১ পোল্ডারের ৩৫ শতাংশ জমি দখল করে রুহী ইটভাটা নির্মাণ করেন। ইটভাটা নির্মাণে পানি উন্নয়ন বোর্ড বাধা দিলেও তা মানেননি তিনি। সরকারি জমি ও লোকালয়ে ইটভাটা নির্মাণ করায় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইটভাটা নির্মাণে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক ও কৃষি অফিসের কোনো ছাড়পত্র নেই। তিন দপ্তরের ছাড়পত্র ছাড়াই তিনি ইটভাটা নির্মাণ করেছেন।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ইটভাটা সামনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পাশে বিভিন্ন ঘরবাড়ি এবং আরেক পাশে পায়রা নদী। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অর্ধেক দখল করে ইটভাটা নির্মাণ করা হয়েছে।

স্থানীয় হেমায়েত উদ্দিন বলেন, সরকারি জমি ও লোকালয়ে ইটভাটা নির্মাণ করায় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। দ্রুত ইটভাটা নির্মাণ বন্ধের দাবি জানান তিনি।

ইটভাটাে মালিক প্রকৌশলী মো. রকিবুল হাসান চৌধুরী রাজু বলেন, ‘আমি জমি কিনে ইটভাটা করেছি। পানি উন্নয়ন বোর্ডের দখলীয় জমির ডিসিআর পেতে আবেদন করেছি।’

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম মিয়া বলেন, ‘ইটভাটা নির্মাণে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেয়নি। ছাড়পত্র ছাড়া ওই ইটভাটা নির্মাণ করেছে। দ্রুত ওই ব্রিকসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম বলেন, ‘ইটভাটা নির্মাণে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার আলম বলেন, ‘আমরা বাঁধা দেওয়ার পরও মো. রকিবুল হাসান চৌধুরী রাজু জমি দখল করে ইটভাটা নির্মাণ করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ইটভাটা নির্মাণে পানি উন্নয়ন বোর্ড থেকে কাউকে জমির ডিসিয়ার দেওয়া হয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ