নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি হয়েছে। জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী আব্দুল মজিদ শাহ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও জামায়াত সমর্থিত প্রার্থীর নিচে তাঁর অবস্থান। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম শাহ। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি।
নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম শাহ পেয়েছেন ৮ হাজার ৫৩৪ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ শাহ পেয়েছেন মাত্র এক হাজার ২৯০ ভোট।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অশ্বিনী কুমার বিশ্বাস ৫ হাজার ৩৮৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তফা কামাল ৩ হাজার ৪৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
নৌকা প্রতীকের প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় জামানত হারাতে হয়েছে। ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট ভোট প্রয়োগ করেছেন ১৯ হাজার ৪৪৩ জন ভোটার।
নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান জানান, নীলফামারীর জনপদ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে ভরাডুবি হয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।