হোম > ছাপা সংস্করণ

জড়িতদের খুঁজে বের করার ঘোষণা মন্ত্রীর

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর পেছনে কে কে জড়িত, তাও খুঁজে বের করা হবে।’

গতকাল রোববার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব।’

পার্ক পরিদর্শন শেষে পরিদর্শন শেষে বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘পার্কের প্রাণীগুলোকে হৃষ্টপুষ্ট মনে হয়েছে। তবে পার্কে বর্তমানে একটি বাঘ ও একটি সিংহ অসুস্থ আছে। প্রাণী মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্ত করবে এবং তদন্ত শেষে তদন্ত কমিটিকে তা জমা দেবে।

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘প্রথম নয়টি জেব্রা মৃত্যুর খবর মন্ত্রণালয়কে জানায়নি পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি খুবই দুঃখজনক মনে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য মন্ত্রণালয় সজাগ রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, সাফারি পার্কের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ