নাট্যদল বটতলা মঞ্চে এনেছে নতুন নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’। গতকাল বুধবার বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে হয়ে গেল এর উদ্বোধনী মঞ্চায়ন। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের লেখা নাটকটির ইংরেজি থেকে রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ। জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প ‘রাইজ অ্যান্ড শাইন’। একই ভেন্যুতে নাটকটি আজ মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। আগামীকাল ও পরশু থাকছে দুটি করে প্রদর্শনী, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। নাটকটি দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হলেও পোশাকশ্রমিকেরা আইডি কার্ড দেখিয়ে বিনা মূল্যে দেখতে পারবেন যেকোনো দিন।