ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা–পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় চার মাদক কারবারিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সেলিম, মো. আকাশ (৪০), সাগর (১৮), মো. মিরাজ মিয়া ওরফে মিরাজ, মো. মোজাম্মে হক (২৫), মো. জনি ইসলাম, আব্দুস সামাদ (৩৫), মো. পারভেজ (২০), মো. ফরিদ (৪৯), রাজু কুয়াইশি (৩৩)। বুধবার বিকেলে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘মাদক মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানায় ছয়জন ও অন্যান্য মামলায় একজনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’