সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত হোটেলের কর্মচারী মমিন জানান, বুধবার রাতে তাঁরা হোটেলের কাজ করছিলেন। এমন সময় পাশের সাইদুলের মুদিদোকানের কফি মেশিনে আগুনের শিখা বের হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওমরের হোটেল, সাইদুলের দোকান, মুকুলের দোকান, আক্তারের দোকান ও তপনের সেলুনের দোকান পুড়ে যায়।