চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১০ সদস্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ জরিমানা করেন। এ সময় তাঁকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা।
আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার সাঁটানো ও সকালে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানোয় দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মিজানুর রহমান, মহিউদ্দিন, মঈনুদ্দিন চৌধুরী, সফিউল আলম, ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সালাম সিকদার, মোসলেম উদ্দিন সিকদার ও ১-৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রুবি আক্তার, শাহিনা আক্তার,৭-৯ নম্বর ওয়ার্ডের রূপনা বড়ুয়া ও লালানগর ইউনিয়নের ৭-৯ ওয়ার্ডের নূরজাহান বেগমকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে তাঁদের এ অভিযান অব্যাহত থাকবে।