খুলনার ফকিরহাটে বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় বিকাশ হালদার (২৫) নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিকাশ হালদার বাগেরহাট সদরের রাখালগাছির কাটাখালী এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাস চালক।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশ হালদার মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক বিকাশের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বিকাশ। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, মাথায় আঘাত লাগার কারণে বিকাশের মৃত্যু হয়েছে
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’