হোম > ছাপা সংস্করণ

দিল্লিতে চাঁদনীর নৃত্য পরিবেশন

রবীন্দ্র-নজরুলজয়ন্তী উপলক্ষে নৃত্য পরিবেশন করতে দিল্লিতে গিয়েছেন মেহবুবা মাহনূর চাঁদনী। সৃষ্টি কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে গতকাল নৃত্য পরিবেশন করেন তিনি। একই অনুষ্ঠানে আজকেও পারফর্ম করবেন চাঁদনী। অনুষ্ঠানটি নিয়ে চাঁদনী বলেন, ‘নাচ আমার খুব প্রিয়। দুই কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ।’

মাঝে অনেকটা সময় শোবিজ থেকে দূরে থাকলেও এখন নিয়মিত কাজ করছেন চাঁদনী। সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে নির্ঝর চৌধুরীর কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা গান ‘পরদেশী মেঘ’। সেই গানের ভিডিওতে ছিল চাঁদনীর কণ্ঠের আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। গানের শুরুতেই চাঁদনীর কণ্ঠের আবৃত্তি ও নৃত্য মুগ্ধ করে শ্রোতা-দর্শককে।

নাচের পাশাপাশি অভিনয়েও নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করছেন চাঁদনী। হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘ফ্যামিলি ডিসটেন্স’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এ ছাড়া প্রচারের অপেক্ষায় আছে চাঁদনী অভিনীত আরও একটি ধারাবাহিক নাটক ‘এক্সট্রা হানিমুন’। এটি পরিচালনা করেছেন তুষার খান। পরদেশী মেঘে পারফর্মেন্স, অভিনয় ও নাচ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘পরদেশী মেঘ গানে আবৃত্তি এবং নাচ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। পুরো টিমটা বেশ গুছানো ছিল।

তাই আবৃত্তি ও নাচ—দুটোই বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পেরেছি। আর অভিনয় তো আমি করতেই চাই। ভালো গল্প, ভালো চরিত্র পেলে আমারও আগ্রহ থাকে কাজ করার। দুটি ধারাবাহিকে নিয়মিত হয়েছি। দুটিরই গল্প ভালো, আমার চরিত্র নিয়েও আমি সন্তুষ্ট।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ