চলতি বছরের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রদের দুষলেন পলাতক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। বিবিসি রেডিওতে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন।
এক প্রশ্নের জবাবে গনি বলেন, ‘কাবুল পতনের জন্য জনগণ আমাকে দুষছে। তারা হয়তো ঠিক। কিন্তু সবচেয়ে বড় ভুল করেছে আন্তর্জাতিক মিত্ররা। আমরা তাদের বিশ্বাস করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের তালেবানের সঙ্গে বসার কোনো সুযোগ দেওয়া হয়নি। তা অনেকটা তালেবান-যুক্তরাষ্ট্রের চুক্তিতে পরিণত হয়েছিল, আফগান জনগণ যেন তার অংশ নয়।’
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পরামর্শে দুই মিনিটের মধ্যে ১৫ আগস্ট বাসা ত্যাগে নিজে বাধ্য হয়েছিলেন বলেও জানান সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাবেক এ আফগান প্রেসিডেন্ট।