হোম > ছাপা সংস্করণ

খেলার মাঠ রক্ষার দাবি

বন্দর প্রতিনিধি

বন্দরে খেলার মাঠ ও নদী তীর সংলগ্ন মনোরম প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার সকালে বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের সোমবাড়িয়া ঘাট এলাকায় এ মানববন্ধন করেন চৌরাপাড়া এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা চৌরাপাড়া মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত একটি জনবহুল এলাকা। এ এলাকার তরুণেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। কিন্তু খেলাধুলা চর্চার জন্য এখানে কোনো মাঠ নেই। নদী তীরের বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের মাঠটি খেলাধুলা একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই মাঠে খেলাধুলাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। সেখানেই মৃত ব্যক্তির জানাজা হয়।

বক্তারা আরও বলেন, শুধু তাই নয়, নদীর তীর সংলগ্ন এলাকা হওয়ায় মাঠটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সৌন্দর্য উপভোগ করতে দূর দুরান্ত থেকে অনেক ভ্রমণপিপাসু মানুষ প্রতিদিন এখানে আসেন। স্থানীয় বাসিন্দারা নির্মল পরিবেশে একটুখানি স্বস্তির নিশ্বাস নিতে এখানে ছুটে আসেন। কিন্তু দুঃখজনকভাবে বিআইডব্লিউটিএর ভাসমানের ডকইয়ার্ডের একটি ওয়ার্কশপ থাকতেও তারা মাঠে আরেকটি ওয়ার্কশপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এতে ধ্বংস হবে খেলার মাঠ। বিনষ্ট হবে প্রাকৃতিক সৌন্দর্য।

খেলাধুলার সুযোগ না পেয়ে বিপথগামী হবে তরুণেরা। যুব সমাজ ও মানুষের চিত্ত বিনোদনের বিষয়টি মাথায় রেখে খেলার মাঠটি বাঁচাতে অনুরোধ জানান মানববন্ধনকারীরা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ মাস্টার, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমীন মোল্লা, বন্দর আওয়ামী লীগের সদস্য এস এম হুমায়ুন কবির, জাতীয় পার্টির সদস্য শেখ শাওন, ইকবাল হোসেন, আক্তার হোসেন, তাউলাদ হোসেন, শামীম সর্দার, ডালিম সর্দার প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ